এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং আমার জোন কতৃক আসন্ন তীর্থমূখ/পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মতবিনিময় সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ পানছড়ি উপজেলার ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কতৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান ভূঁইয়া পিএসসি।
আসন্ন তীর্থমূখ/পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মতবিনিময় সভায় পানছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার সভাপতি জোন কমান্ডার লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান ভূঁইয়া পিএসসি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও তীর্থযাত্রা এবং এ সংক্রান্ত সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে আয়োজন করা হবে বলে জানা গেছে।
তীর্থমূখ/পৌষ সংক্রান্তি মেলায় গমণিচ্ছুক স্থানীয় জনগণের অবৈধ পথে গমণাগমণ নিরুৎসাহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনাকালে তিনি আসন্ন তীর্থমূখ/পৌষ সংক্রান্তি মেলায় অবৈধ গমণাগমণ, মাদকদ্রব্য, অস্ত্র গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানান।
পরিশেষে অধিনায়ক পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান ভূঁইয়া পিএসসি বলেন, পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় এবং সম্ভাব্য অবৈধ গমণাগমণ এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক সতর্কতার সহিত গোয়েন্দা নজরদারিতে রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
এসময়/