pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নড়াইলের কালিয়া পৌর যুবদলের কমিটি বহালের দাবিতে সংবাদ সম্মেলন 

নড়াইলের কালিয়া পৌর যুবদলের কমিটি বহালের দাবিতে সংবাদ সম্মেলন 

মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটি পূর্ণ বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঐ কমিটির আহ্বায়ক মোঃ বখতিয়ার হোসেন ও সদস্য সচিব গোলাম মশরুফা পল্টু।

শুক্রবার সকাল ১১ টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোঃ বখতিয়ার হোসেন বলেন, যে দোষে দোষী করে যুবদলের জেলা কমিটির সদস্য সাধারণ সম্পাদক আমাদের কালিয়া পৌর যুব দলের কমিটি বিলুপ্ত করেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যাও ভিত্তিহীন।

এছাড়াও কালিয়া পুরো যুবদল কমিটি যখন অনুমোদন হয় একই সময়ে কালিয়া উপজেলা যুবদল কমিটি গঠন হয়।

কিন্তু কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য উপজেলা কমিটি বহাল রেখে কালিয়া পৌর কমিটি বিলুপ্ত করেছে।

এর থেকে বোঝা যায় যে, একটি মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আমাদের কমিটি বিলুপ্ত করেছে।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত পৌর যুবদ কমিটির সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু তার বক্তব্য বলেন, চাঁদের কোন খুঁত থাকলেও আমার রাজনীতিতে বিন্দুমাত্র খুঁত নেই।

আমি সর্বদা ক্লিন ইমেজের রাজনীতি করে আসছি।

বিগত সরকারের আমলে কয়েকটি নাশকতা মামলায় বারবার কারা বরণ করেছি।

আমি সব সময় রাজপথে থেকে জাতীয়তাবাদী রাজনীতি করে আসছি।

সংবাদ সম্মেলনে মোঃ বখতিয়ার হোসেন ও গোলাম মোশরুফা পল্টু জেলা যুবদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদল কমিটির নিকট কালিয়া পৌর যুবদল কমিটি পূর্ণবহালের দাবি করেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিউর রহমান ও সাধারণ সম্পাদক হায়দার কবির রুবেল স্বাক্ষরিত প্রেস রিলিজে কালিয়া পৌর যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত হয়েছে প্রতিয়মান হয় এবং উক্ত কমিটির মেয়াদ উত্তীন হওয়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠন কে সাংগঠনিকভাবে আর ও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles