গাইবান্ধা থেকে মোঃআবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় তীব্র শীতে শীতাপ্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বরাদ্দ হলে গাইবান্ধা সদর উপজেলায় কয়েক স্থানে এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘী নামক আশ্রয়ণে বসবাসরত পরিবার , গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের মদিনাতুল উলুম নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসাসহ পুরাতন বাজার ও পুলবন্দি এলাকায় সাধারণ খেটে খাওয়া দিনমজুর, অটোচালক, ভ্যানচালক, কুলি, মৎস্যজীবী, হোটেলের কর্মচারীর মাঝে বিতরণ করা হয়।
গাইবান্ধা সদর উপজেলার উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদ আল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: রিয়াজুল ইসলাম প্রমুখ।
এসময়/