মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল জেলার নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে ৬ বছরের শিশু হামিদা হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নড়াগাতী থানা পুলিশ হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় নড়াগাতী থানায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গত ১৪ নভেম্বর শিশু হামিদার নিখোঁজ হওয়ার পর তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো ঘটে।
পারিবারিক কলহের কারণে হামিদার বাবা শাহানুর শেখের সাথে প্রতিবেশি রবিউল শিকদার ও তার স্ত্রী ফরিদা বেগম এবং মেয়ে সুমি এই হত্যার পরিকল্পনা করেন ও অপর প্রতিবেশি তোতা শিকদারের সাথেও হামিদার বাবার কলহ থাকায় আসামী ফরিদা বেগম তার মেয়েকে দিয়ে একটি চিরকুটের ত্রিভুজ কাহিনী তৈরি করে সে মোতাবেক তোতা শেখ ও তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করে।
পরবর্তী সিকোয়েন্স অনুযায়ী গত ১৪ (নভেম্বর) বিকালে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
শ্বাস রোধ করে হত্যার পর হামিদার লাশ প্লাস্টিকের বস্তায় করে ধান ক্ষেতে ফেলে আসে।
আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ফরিদা তার নিজ অপরাধ স্বীকার করে ১৪৫ ধারা অনুযায়ী জবানবন্দি দিয়েছে।
শিশু হামিদার হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময়/