pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

শমসেরেনগর গোলফ মাঠে পর্যটকদের হামলার চেষ্টা

শমসেরেনগর গোলফ মাঠে পর্যটকদের হামলার চেষ্টা

কমলগঞ্জ প্রতিনিধি, অন্তর মিয়া: 

মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর গলফ কোর্স মাঠে পর্যটকের উপর দেশীয় অ’স্ত্র দিয়ে হা’মলার চেষ্টা করা হয়।
৫ এ জানুয়ারী, শনিবার ২০২৪ ইং শমশেরনগর গলফ কোর্স মাঠ কমলগঞ্জ মানুষের জন্য একটি প্রাকৃতিক সৌন্দর্যময় আকর্ষণীয় স্থান।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে পর্যটন স্থানটির উপভোগ করার জন্য।

ফিল্ম, নাটকের শুটিংও হয়েছে বহুবার এখানে।

বিশেষত,শুক্রবার গুলোতে সেখানে পর্যটকের ভিড় থাকে অনেক বেশি।

দুঃখজনকভাবে মাঠের দায়িত্বে থাকা অসাধু চক্র সেই বাগানের চা-শ্রমিক দিয়ে পর্যটকদের সঙ্গে খারাপ আচরণ করতে দেখা গিয়েছে।

স্থানীয়দের ভয় দেখিয়ে এবং বাইরে থেকে আসা পর্যটকদের হয়রানি করে মাঠে প্রবেশের জন্য টাকা দাবি করতে দেখা যায়।

বাইক পার্কিংয়ের জন্য ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

ইতোমধ্যে এসব ঘটনার ভিডিও এবং ভুক্তভোগীদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

গত শুক্রবার শরীফপুর ইউনিয়ন থেকে এস এস সি ব্যাচ ২০২০ এর জার্সি উন্মোচনের জন্য ২০-২৫ জন সেখানে যায় কিন্তু দায়িত্বে থাকা শ্রমিকরা তাদের মাঠে প্রবেশ করতে দেয়নি বলে জানান ভুক্তভোগীরা।

এক পর্যায়ে আক্রমণাত্মক ব্যবহার এবং লাঠিসহ দেশীয় অ’স্ত্র দা, দিয়ে হু’মকি এবং হামলা শিকার হতে হয়েছে অনেকেই।

এমনকি ইসলাম ধর্ম নিয়ে কটু’ক্তিমূলক ম’ন্তব্য করতে দেখা যায় অভিযোগকারীদের।

পরিস্থিতি শান্ত করতে দায়িত্বে থাকা-চা বাগানের (বাবু) এগিয়ে এলে তার উপর ও চড়াও হিং’সাত্মক আচরণ করতে দেখা যায়।

এছাড়া পর্যটকদের সঙ্গে নি’কৃষ্ট ভাষায় কথা বলার পাশাপাশি আক্রমণের চেষ্টা করে সংঘবদ্ধ থাকা সেই চা-শ্রমিকদের।

শমশেরনগরের সংশ্লিষ্ট সকল পর্যটন ও নিরাপত্তার নিশ্চিত করতে এবং এসব হয়রানি বন্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয়বাসীরা অনুরোধ করেছেন স্থানীয় প্রশাসনের প্রতি।

এসময়/ 

admin
Author: admin

Related Articles