কুড়িগ্রাম প্রতিনিধি, রফিকুল ইসলাম রফিক:
কুড়িগ্রামের বিভিন্ন স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, লঙ্ঘন করে কৃষি জমি বা ফসলিজমির টপসয়েল কেটে কেটে ইট প্রস্তুত করা হচ্ছে ।
এমন মনে হয় যেন কুড়িগ্রাম জুড়ে চলছে সয়েল উৎসব।
সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে চলছে ভারী ও অনুমোদন বিহীন যানবাহন, যা সড়ক ও জনপদের জন্য ক্ষতিকারক।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (সওজ) মোঃ নজরুল ইসলাম, বলেন, ট্রাক্টর ডাম্পার জনপদে চলাচল নিষেধ, এ বিষয়টি নিয়ন্ত্রণ করার দায়িত্ব হাইওয়ে পুলিশের ।
উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) কাজী মাহমুদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে, অভিযুক্তদের আমরা আইনের আওতায় আনবো ।
ফসলি জমি থেকে মাটি কাটার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বলছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, তিনি বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা জমির জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর কারণেই অনেক উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় ফলে জমির উর্বরতা কমে যায় এবং ফসলের উৎপাদন আশানুরূপ হয় না।
বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময়/