ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৬ বছর আগে মারা যাওয়া শরিফুল হাসান ওরফে বাপ্পী (১৯) নামে মামলা হওয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় গত বুধবার রাতে একটি মামলা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু এ মামলার বাদী।
মামলায় মৃত ব্যক্তি ও স্কুলছাত্রের নাম সহ নানা অসংগতি ও গণহারে আসামি করা নিয়েও আলোচনা এখন তুঙ্গে।
জানা গেছে, মো. বাপ্পীর পুরো নাম শরিফুল হাসান। এ সময় তারা শরিফুল হাসানের মৃত্যু সনদ দেখান।
সেখানে ২০১৮ সালের ২৯ এপ্রিল দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে, উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর কারণ দেখানো হয়েছে ব্রেন স্ট্রোক। মৃত শরিফুল হাসান ওরফে বাপ্পী ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
যুবক বয়সে ছেলেকে হারিয়ে এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি তার পরিবার।
এর মধ্যে সাড়ে ৬ বছর পর মৃত বাপ্পীর নামে মামলা হওয়ায় ভেঙে পড়েছেন তার ভাই সাঈদুর হাসান বাবু।
অথচ মামলার ২১২ নম্বর আসামি তিনি।
বাপ্পী ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
মৃত শরিফুল হাসানের বড় ভাই সাইদুর হাসান বাবু জানান, আমার ভাই ৬ বছর আগে মারা যায়।
ভাই মারা যাওয়ার কষ্ট ও শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি আমি সহ আমার পরিবার।
এদিকে ৪ আগস্টে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় মামলা হয়েছে, সেই মামলায় মৃত ভাই আসামি করা হয়েছে। বিষয়টি অনেক কষ্টদায়ক।
এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, একজন মানুষ ৬ বছর আগে মারা গেছে।
তার নামে মামলা হয়েছে বিষয়টি আমাদের কাছে খারাপ লেগেছে।
মৃত মানুষের নামে যদি এমন মিথ্যা মামলা দায়ের হয়, তাহলে আমরা যারা জীবিত আছি আমাদের নামে যে মামলা হবে না এটা নিয়েও আমরা শঙ্কিত।
আসামির তালিকায় ২৬৯ নম্বরে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রের নাম।
সে এবার এসএসসি পরীক্ষা দেবে। ৪ আগস্টের হামলার সময় সে ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিল বলে, জানিয়েছে সহপাঠীরা। ২৮৩ নম্বর রয়েছে ঐ ছাত্রের বড় বোনের নাম।
তিনি গত বছর এইচএসসি পাস করেছেন।
এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় রয়েছেন।
এ ছাড়া ২৫৬ নম্বরে গৃহবধূ সোমা দত্তের নাম দেওয়া হয়েছে।
তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।
মামলায় রয়েছে এক দম্পতি ও তাদের দুই সন্তানের নাম।
২৫ নম্বরে রয়েছে কামিনী সরকারের ছেলে লাবু সরকারের নাম।
ভূল্লী বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক তিনি।
২৬৮ নম্বরে রয়েছে শিউলি ঘোষের নাম।
শিউলি ঘোষ পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, লাবু সরকার এক সময় বিএনপির রাজনীতি করতেন।
বিদ্যালয়ের চাকরি করতে গিয়ে তাকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওঠবস করতে হয়েছে।
তবে তিনি কোনো দিন আওয়ামী লীগ করতেন না।
মামলার যিনি বাদী, তার শ্বশুরবাড়ি লাবু সরকারের বাড়ির পাশে।
তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে।
ব্যক্তিগত শত্রুতার কারণেই লাবুর পরিবারকে মামলার আসামি করা হয়েছে।
শুধু লাবুর পরিবার নয়, তাদের আরও কয়েকজন আত্মীয়স্বজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
এভাবে মামলার আসামি করা কোনোভাবেই কাম্য নয়।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য দৌপ্রদী দেবী আগরওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাসহ ২৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করেছেন বাদী।
এজাহারে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা লোহার রড, ধারালো ছুরি, রামদা, চায়নিজ কুড়াল, পিস্তল, শটগান, বোমা-বারুদ নিয়ে হামলা চালান।
তারা আন্দোলনের পক্ষে থাকা ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে ককটেল নিক্ষেপ করতে থাকেন।
এর এক পর্যায়ে হামলাকারীরা শটগান ও পিস্তলের গুলি ছোড়েন।
এতে ছয়জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।
এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছুরি, লোহার রড, রামদা, চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে আন্দোলনকারীদের আহত করেন।
পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে এলাকা দখলে নেন।
সেখানে পেট্রোল ছিটিয়ে বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা পাঁচটি ল্যাপটপ, দুটি টেলিভিশন, একটি ফ্রিজ, তিনটি এসি, চেয়ার-টেবিলসহ কাগজপত্র পুড়ে যায়।
মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক, রুহিয়া আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, আওয়ামী লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা তুলি, ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেত্রী লাবণ্য সরকার দিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর দোলন কুমার মজুমদার, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিপেন্দ্রনাথ ঝা ও সাবেক ক্রিয়া অফিসার মহিউদ্দীন প্রমুখ।
এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার আসামির তালিকার ২৭ ও ২০৯ নম্বরে একই ব্যক্তির নাম দেওয়া হয়েছে।
ঐ ব্যক্তির নাম বাবলুর রহমান। তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার নামও দুবার (১১৬ ও ২২৫ নম্বরে) পাওয়া গেছে।
এছাড়া মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম (১০৫ ও ২১৮) ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের (১০৪ ও ২৬১) নামও দুবার রয়েছে।
এ বিষয়ে মামলার বাদী সত্যজিৎ কুমার কুন্ডু মুঠোফোনে জানান, আমি নই, মামলাটি দল করেছে।
দলের লোকজন মামলা প্রস্তুত করেছে, আমি শুধু স্বাক্ষর করেছি বলে তিনি জানান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, মামলাটি তদন্ত করে দেখা হবে।
তদন্তেই সব বের হয়ে আসবে।
এতে মৃত কোনো ব্যক্তি আসামি হলে তাদের নাম বাদ যাবে।
আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিল করব।
এসময়/