স্টাফ রিপোর্টার, এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের চেলাছড়া পাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা প্রদানের কর্মসূচী শুরু করা হয়েছে।
আজ সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ সকালে ২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের চেলাছড়া পাড়া গ্রামের গীর্জার প্রাঙ্গণে চিকিৎসা সেবা ক্যাম্পেইনের কর্মসূচী শুভ উদ্বোধন করেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স খাগড়াছড়ির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম।
২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের আয়োজনে প্রত্যন্ত গ্রাম চেলাছড়া পাড়ায় ৩ শতাধিক মহিলা ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণে আসা স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষুধও বিতরণ করা হয়েছে।
এসময় ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স খাগড়াছড়ির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। এই এলাকাটি দুর্গম পাহাড়ে হওয়ায় বয়োবৃদ্ধ অনেকেই চিকিৎসা সেবা গ্রহণ করতে খাগড়াছড়ি জেলা শহরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বা তারা সেখানে যেতে পারেন না। তাই আজকে আমাদের চিকিৎসা সেবা ক্যাম্পেইন কর্মসূচীর মাধ্যমে সেই সব বয়োঃবৃদ্ধ অসহায় গরীব মানুষের জন্য আমাদের এই কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই এই দুর্গম পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা সহায়তা প্রদানে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করা হবে।
মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগীতা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা ক্যাম্পেইন এ খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড মেজর জাবির সোবাহান মিয়াদ, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রতন খীসা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাক্তার মোঃ আসিফ রুবাইয়াত, গাইনী বিশেষজ্ঞ মেজর ডাক্তার তুর্ফা তুনাজ্জিনা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময়/