স্টাফ রিপোর্টার, এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার যুব রেড ক্রিসেন্টের উদ্যোগ ও সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রামগড় উপজেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
রামগড় উপজেলা প্রাথমিক বিদ্যালয়, রামগড় বাজার, হাসপাতাল, মাধ্যমিক বিদ্যালয়, রামগড় টোল কেন্দ্র পরিদর্শণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আজ ০৬ জানুয়ারী ২০২৫ সোমবার দুপুরে রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিবাহী কমকর্তা টিটন খীসা, ডা: এম বি মোজাম্মেল হক, রামগড় বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য মাহাবুব, জয়া, মনজিলা, প্রশান্ত ত্রিপুরা , রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগড় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাগণসহ যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আবু বকর ছিদ্দিক এবং সকল সদস্যবৃন্দ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
এসময়/