স্টাফ রিপোর্টার, এস চাঙমা সত্যজিৎঃ
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক গর্ভবর্তী মা হাতির।
উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক গর্ভবর্তী মা হাতি।
আর হাতির আক্রমণে ফরিদুল আলম ওরফে পুতু মিয়া নামের এক কৃষকেরও মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আর তাঁর (কৃষক) দেওয়া তামাক খেতের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আক্রমণকারী হাতির সঙ্গী এক গর্ভবতী মা হাতির।
নিহত হওয়া বন্য হাতিটি গর্ভবতী ছিল বলে স্থানীয়রা জানায়। বয়স আনুমানিক ৩০ বছর।
বিষয়টি নিশ্চিত করে বলেন, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী।
ফাঁসিয়াখালীর রাস্তার মাথা দিয়ে উচিতারবিল এলাকার পাশের পাহাড়ি গ্রাম কুমারীর বিচাইন্নারছড়া।
সূত্রে জানা যায়, বিচাইন্নারছড়া এলাকার পাহাড়ের ঢালুতে বেশির ভাগই তামাকের ক্ষেত।
যে তামাক ক্ষেতে হাতির মৃত্যু হয়েছে, তার মালিক ফরিদুল আলম।
গতকাল দিবাগত রাতেই মৃত হাতির সঙ্গী পুরুষ হাতির আক্রমণে মারা যান তিনিও।
নিহত ফরিদুলের তামাক ক্ষেতের পাশে একটি ডোবার কিনারে বৈদ্যুতিক ফাঁদ ফাঁদানো হয়েছে।
সেই ফাঁদের পাশে হাতির মৃত দেহটি পড়ে রয়েছে। বন বিভাগের সহযোগী এলিফ্যান্ট রেসকিউ টিমের (ইআরটি) সদস্যরা বন্য মৃত হাতিটির প্রহরায় রয়েছেন।
স্থানীয় লোকজনেরা বলেন, তামাক ও লাউয়ের ক্ষেত রক্ষা করতে স্থানীয় লোকজন যত্রতত্র বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন।
এসব বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্য হাতিটির মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, হাতির মৃত্যুর খবর শুনে তামাক ক্ষেত ও লাউ ক্ষেতের মালিক ফরিদুল আলম ওরফে পুতু মিয়া ঘটনাস্থলে যাচ্ছিলেন।
এ সময় মারা যাওয়া বন্য হাতিটির সঙ্গী পুরুষ হাতিটি তাকে আক্রমণ করে।
এতে ঘটনাস্থলে তিনিও মারা যান।
হাতির মৃত্যুর স্থান থেকে ফরিদুল আলমের খামার বাড়ির দূরত্ব মাত্র ৩০মিটার।
বন বিভাগের লামা রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে বৈদ্যুতিক ফাঁদের তার পাওয়া গেছে।
সেগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে খবর দেওয়া হয়েছে।
তিনি ঘটনাস্থলে পৌঁছালে ময়নাতদন্ত শুরু হবে বলে জানান।
এসময়/