বেনাপোল প্রতিনিধিঃ
বাংলাদশে জামায়াতে ইসলামী যশোরের বেনাপোলের, উলামা বিভাগের উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিতি হয়েছে।
শনবিার (১১ই জানুয়ারি) সকাল ৮ টায় বেনাপোল পোট থানার পৌর বিয়ে বাড়ি, অডিটোরিয়ামে,অনুষ্টতি সভায়
বাংলাদেশ জামায়াতেইসলামী বেনাপোল পোট থানা শাখার আমির মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান,মাওলানা হাবিবুর রহমান কেন্দ্রীয় শুরা সদস্য ও নায়েবে আমির যশোর জেলা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আনন্দলনে শহিদ আব্দুল্লার পিতা মো:আ:জব্বার, মো:
ইলিয়াজ,মুফতি ওমর ফারুক, মো:ইয়াকুব আলি,মওলানা নুরুল হাসান বিনবারি,হাফেজ আবদুল আহাদ প্রমুখ।
এসময়/