pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধর গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন হয়েছে। উক্ত কমিটি গঠনে সভাপতি দিপু,ও সাধারণ সম্পাদক বফদ্য সাহা নির্বাচিত হয়।

নির্বাচনী আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চারমিং ক্যাবল নেটওয়ার্কের একান্ত স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জননেতা সানোয়ার হোসেন দিপুর সভাপতিত্বে কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নওরেজ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপুকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্যকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্য, প্রধান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি জাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম জুয়েল, বিশিষ্ঠ ব্যবসায়ী প্রকাশ কুমার গুপ্ত, মামুনুর রশিদ মামুন, গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময়/ 

admin
Author: admin

Related Articles