স্টাফ রিপোর্টার এস চাঙমা সত্যজিৎঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষদের জন্য (শীতার্তদের মাঝে) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে চারশত শীতবস্ত্র বিতরণ করেছেন বাঘাইহাট জোনের অধিনায়ক (৬-ইবেঙ্গলের )লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার।
বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার চারশত স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) এবং শীতের পোশাক বিতরণ করেন বাঘাইহাট জোনের সেনাবাহিনী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের সদস্যবৃন্দ ও বাঘাইহাট এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ গ্রহণ করা। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজও আমরা বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আয়োজন করেছি।
এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তাই এসব দুস্থ অসহায় মানুষের পাশে থাকবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ।
এ জন্য বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করবে এবং ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময়/