রাউজান প্রতিনিধি মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী:
শীতের তীব্রতায় চরম বিপাকে পড়েছে দিনমজুর, খেটে খাওয়া গরিব অসহায় শীতার্ত মানুষ।এসময় তাঁদের শীতের কষ্ট লাগবের জন্য কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত হতদরিদ্র, অসহায় ও প্রকৃত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন
উওর চট্টগ্রামের অরাজনৈতিক, মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন “চট্টলা মানবিক ফোর্স এন্ড ব্লাড ইউনিট বাংলাদেশ।
গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিআরবি এর আশপাশের এলাকায় শীত বস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচী চট্টলা মানবিক ফোর্স বাংলাদেশ CMF এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টলা মানবিক ফোর্স বাংলাদেশ এর প্রবাসী উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা সংগঠক ও কলম যোদ্ধা ছৈয়দ ফাহিম উল্লাহ্, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- ফুটপাতে অসংখ্য মানুষ শীতের থাবায় জর্জরিত। রাস্তার উপর শুয়ে থাকা শিশুটি শীতে কাতরাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় ছোট ছোট শিশু ঘুমাতে পারছে না। এসব এলাকায় দেখা যায় বয়োবৃদ্ধ মানুষ আর ছোট শিশুরা প্রচণ্ডভাবে কাঁপছে। অনেক পাহাড়ি শিশু ও বৃদ্ধ খুব কষ্টের মধ্যে আছে। এই তীব্র শীতে ছোট ছোট ছেলেমেয়েদের যখন খালি গায়ে দেখি তখন খুব কষ্ট হয়।
আমাদের অনেকের অর্থ আছে, সহায়-সম্পদ আছে। এ সবকিছুর সঙ্গে আমাদের বিবেকটা জাগ্রত করতে পারলে আমরা নিজেরাই অনেক কিছুতে পরিবর্তন আনতে পারি। পাশাপাশি অসহায় দরিদ্রের পাশে থাকার প্রত্যায়ে কাজ করার জন্য চট্টলা মানবিক ফোর্স বাংলাদেশ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চট্টলা মানবিক ফোর্স বাংলাদেশ টিম CMF এর প্রধান মোহাম্মদ সাইমন, কার্যকরী সদস্য মোঃ এন এইচ আলিফ ,মোহাম্মদ রাব্বি ,মোহাম্মদ ইব্রাহিম,মোহাম্মদ আকিব, ছৈয়দ সাব্বির উল্লাহ প্রমুখ।
এসময়/