স্টাফ রিপোর্টার, এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার খাগড়াছড়ির বিভিন্ন মিডিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন মিডিয়া ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ন পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে থেকে সত্য নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রশাসন থেকে ঐকান্তিক সহযোগীতা প্রদানের জন্য কামনা করে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশ ও জাতি গঠনে সাংবাদিক সমাজ দেশের ও জাতির জন্য বৈষম্যহীন সমাজ গঠনের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময়/