pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নরসিংদীতে “বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি” :খায়রল কবির খোকন

নরসিংদীতে “বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি” :খায়রল কবির খোকন

নরসিংদী থেকে সাইফুল ইসলাম রুদ্রঃ


“বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রল কবির খোকন। তিনি আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তারা ৩ তারিখে একদফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের ১ দফার আন্দোলনে গিয়েছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ৬ হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক-ব্যাক বাংলাদেশ।

শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ পরিবারের যারা যেখানেই গেছেন, সেখানেই ক্যান্সারের মত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। টিউলিপ যার রক্তের মধ্যেই দুর্নীতি। তার বিরদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া পুতুলের বিরদ্ধেও দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত হচ্ছে। উন্নয়নের বিষয়ে তারা লুটপাট করেছে। জয়, নিক্সনসহ শেখ পরিবারের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হচ্ছে।

নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারক উদ্দিন ভুইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।

এসময়/

admin
Author: admin

Related Articles