জয়পুরহাট থেকে মোঃমোয়ান্নাফ হোসেন শিমুলঃ
জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে ৫১ দিন ব্যাপী তারুণ্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে ( ১৮ জানুয়ারি ) শনিবার দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠে, ৬ দিন ব্যাপী এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনটসহ গ্রাম বাংলার ঐতিহ্যযের বিভিন্ন খেলার উদ্বোধন করা হয়।
জয়পুরহাট জেলা জেলা অতিরিক্ত প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এ ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
এসময়/