মোল্লা নাসির উদ্দিনঃ
রাজধানীর দক্ষিণ বাড্ডায় আটফিট সড়কের ৪ ফিট ফাঁকা জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণের অভিযোগে রাজউক নোটিশ প্রদান করেছেন অভিযুক্ত আব্দুল রহমানকে।
এ সড়কে বসবাসকারী অন্যরা জমি ছেড়ে ভবন নির্মাণ করলেও আব্দুল রহমান দাপুটে মনোভাব পোষণ করে ভবন নির্মাণ করলে ক্ষুব্ধ হন প্রতিবন্ধী সাহানা। রহমান এ ভবন নির্মাণ করলে প্রতিবন্ধীর প্রবেশ পথে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। তার বিড়ম্বনা নিয়ে যাতায়াত করতে হয়। তবে প্রতিবন্ধীর অভিযোগের ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক অ্যাকশন নোটিশ পরে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও একরোখা দাপুটে মনোভাব দেখিয়ে নির্মাণ কাজ চলমান রেখেছেন।
আইনকে তোয়াক্কা না করে অশুভ আচরণে মেতে উঠেছেন অসাধু ভবন মালিক আব্দুল রহমান। একজন প্রতিবন্ধী নারীর সঙ্গে প্রতারণা করায় ক্ষুব্ধ হন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে , দক্ষিণ বাড্ডায় জাগরনি সংসদের নিকট অনুমান সাড়ে তিন কাঠার ওপর নির্মিত ১১০ নম্বর বাড়ির সামনের আটফিট রাস্তার ফাঁকা ৪ ফিট জমি দখল করে ভবন নির্মাণ করেন আব্দুল রহমান।
প্রতিবন্ধী সাহানার চলাফেরা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় রাজউকে লিখিত অভিযোগ দাখিল করেন। সাহানা প্রতিবন্ধী দুর্বল হওয়ায় এ সুযোগ কাজে লাগিয়েছেন অভিযুক্ত রহমান।
রাস্তার ফাঁকা জমি দখল করে ভবন নির্মাণ করা দন্ডনীয় অপরাধ হলেও তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আইন ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় মেতে উঠেছেন। তবে এ কারণে প্রতিবন্ধী সাহানার মানষিক নির্যাতনের চাপ বাড়ছে।
নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা গণমাধ্যমকে সাহানার দাবিকে যৌক্তিক সমর্থন জানিয়ে বলেন ,আব্দুল রহমান দীর্ঘদিন ধরে রাস্তার ফাঁকা জমি দখল করে রেখেছেন।
তিনি ভুঁয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতিবন্ধী সাহানাকে কোনঠাসা করে রেখছেন যা আইনের দৃষ্টিতে মানিবাধিকার লঙ্ঘন হচ্ছে। একজন প্রতিবন্ধীর জন্য মোটেও কাম্য নয়। আমরা এর একটা সঠিক সমাধান চাই।
ওই এলাকায় বসবাসকারী সুপ্রিম কোর্ট বার এর সদস্য অ্যাডভোকেট ফায়জুল হক রিজন বলেন , সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা বা বাড়ির সামনের জমি দখল করা দন্ডনীয় অপরাধ। এ অপরাধে শাস্তি পাওয়া উচিত মনে করলেও রাজধানীতে প্রভাবশালীদের পক্ষে অবস্থান নেয় একটি অদৃশ্য শক্তি। এজন্য শাস্তি দেওয়া কঠিন হয়ে পড়লে বাস্তবতা বলে ভিন্ন।
এ বিষয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন-৪/১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা প্রতিবন্ধী সাহানার অভিযোগ পেয়েছি, অ্যাকশন নোটিশ পরে ভবন ভেঙে অপসারন করা হবে না কেন এ মর্মে জবাব দাখিলের সময় দেওয়া হয়েছে।
জবাব পেয়ে চূড়ান্ত নোটিশ দিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
এসময়/