pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নরসিংদীর শিবপুরে র‍্যাব ১১ অভিযানে দুই কোটি আটাশ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

নরসিংদীর শিবপুরে র‍্যাব ১১ অভিযানে দুই কোটি আটাশ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

নরসিংদী থেকে মোঃ কামাল হোসেন প্রধানঃ 

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা সহ কাঞ্চন পাল (২৭) নামে এক যুবককে  আটক করেছেন নরসিংদীর র‌্যাব ১১।

১৯/১/২৫ ইং রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নরসিংদীর র‌্যাব ১১ সি পি এস সি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন। এর আগে শনিবার বিকালে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও আটক করা হয়। আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী করে। এসময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা  ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১ শত ১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ৭ পিস শ্যাম্পু, ৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি আটাশ লাখ টাকা।

র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ১৮ তাং ১৯/১/২৫ ইং আটক কাঞ্চন পালকে থানায় হস্তান্তর করা হয়।

এসময়/ 

admin
Author: admin

Related Articles