pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

কুড়িগ্রাম জেলা জিয়া মঞ্চ আহবায়ক কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার

কুড়িগ্রাম জেলা জিয়া মঞ্চ আহবায়ক কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার

রাজারহাট থেকে হাফিজুর রহমানঃ 

কুড়িগ্রামে জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটির স্থাগিত আদেশ প্রত্যাহার করেছে সংগঠনটি।ফলে জেলার নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করছে।

গত নভেম্বরে ২৪ ইং ঘোষিত কমিটিতে মো. আল আমিনকে জেলা আহবায়ক ও এইচকে হীরাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি প্রকাশ করেছিল সংগঠনটি।

পরে সংগত কারনে কমিটি স্থগিত করা হলে সেই স্থাগিত আদেশ প্রত্যাহার করে নেয়। রবিবার ১৯ জানুয়ারি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি স্থাগিত আদেশ প্রত্যাহার করা হয়।

কুড়িগ্রাম জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মো. মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক ইমন মো. ইমরান, বিপ্লব সরকার, মাসুদ রানা বাবু, আলমগীর হোসেন, সেকেন্দার লিমন, ফরিদ হাসান, ইসলাম গণি মিঠু, রবিউল ইসলাম রাজু,লাল মিয়া, আলামিন বাবু ও মো. খোকন মিয়া।অনান্য সদস্যরা হলেন, রোকনুজ্জামান রোকন, সাজেদুল ইসলাম সাজ্জাদ, সুজন আহমেদ, মুন্না হাসান, ফজলু ও মাসুম খান প্রমুখ।

জিয়া ম‌ঞ্চ কু‌ড়িগ্রাম জেলার ক‌মি‌টির আহবায়ক মোঃ আল আমিন বলেন, জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি প্রকাশ করায় উক্ত কমি‌টির নেতৃবৃন্দ- বিএন‌পির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও বিএন‌পি’র ভার প্রাপ্ত চেয়ারম‌্যান, ‌দেশনায়ক তা‌রেক রহমানসহ কু‌ড়িগ্রা‌মের কৃ‌তিসন্তান বিএন‌পির সি‌ঃ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী ও বিএন‌পি’র চেয়ারপার্সনের উপ‌দেষ্টা সদস‌্য তাসভীর উল ইসলাম এবং রংপুর বিভাগীয় বিএন‌পির সহ-সাংগঠ‌নিক আব্দুল খা‌লেক এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় ক‌মিটির সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফ‌য়েজ উল্ল‌্যাহ্ ইকবাল ভাইসহ সকলের প্রতি কুড়িগ্রাম জেলা জিয়া মঞ্চ আহবায়ক কমিটির পক্ষ থেকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রছি।

আগামীতে দেশ ও দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি বলে জানান তিনি।

এসময়/ 

admin
Author: admin

Related Articles