কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকঃ
মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে ১১তম স্থান অর্জন করেছেন উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গ।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অসামান্য কৃতিত্ব দেখিয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রিতার একমাত্র সন্তান তরঙ্গ।
তরঙ্গের বাবা হাফিজুর রহমান সেলিম পেশায় একজন শিক্ষক হলেও তিনি একজন আদর্শবান অভিভাবক। ছেলের সাফল্যে তিনি আবেগাপ্লুত।
তার মা মোছাঃ নাজমিন আক্তার রিতা বলেন, “ছোটবেলা থেকেই ছেলে তরঙ্গকে আমরা মানবিক হতে শিখিয়েছি। তার বড় স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা।”
এর আগে, তরঙ্গ এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ১৫ তম স্থান অর্জন করেছিল। তার এই অসামান্য সাফল্যের জন্য এলাকাবাসী গর্বিত।
তরঙ্গ জানান, ” সকলের দোয়ায় দেশ সেরা ডাক্তার হয়ে সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো।”
এসময়/