স্টাফ রিপোর্টার এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি। তিনি বলেন আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ৭১পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জসীম উদ্দিন হাউসকে অভিনন্দন এবং ৬০ পয়েন্ট পেয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় নজরুল হাউসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, পড়াশুনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই মনের সুপ্ত সৃজনশীলতা ও নান্দনিকতার বিকাশ পরিপূর্ণরুপে সম্ভব হয়। আমার প্রত্যাশা- আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে তোমরাই গড়ে তুলবে স্বপ্নের বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারহানা আক্তার চৌধুরী, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, পিএসসি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
“অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।”
“এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের শরীরচর্চা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজের এই ক্রীড়া প্রতিযোগীতা শুধু শিক্ষা নয়, ক্রীড়ায়ও শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার চমকপ্রদ ভূমিকাসহ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে বক্তাদের অভিমত।
এসময়/