কমলগঞ্জ (মৌলভীবাজার) অন্তর মিয়াঃ
শ্রীমঙ্গলের শাপলাবাগ থেকে মোঃ রুমন হোসেন হৃদয় (২২) এবং রাজু মিয়া (২৩) নামের ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২১ জানুয়ারি, মঙ্গলবার পুলিশের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের বরাতে জানা গেছে, শ্রীমঙ্গল থানাধীন শাপলাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী আলামিন এর বসত ঘর থেকে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করা হয়।
মোঃ রুমন হোসেন শ্রীমঙ্গল থানার শাপলাবাগ নিবাসী দেলোয়ার হোসেনের ছেলে এবং রাজু মিয়া একই থানার কাকিয়ারপুলের বাসিন্দা মৃত বজলু মিয়ার ছেলে।
এসময় আসামীদের কাছ থেকে সর্বমোট ৭৫ (পঁচাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয় লদ্ধ নগদ ১৫,১০০/- (পনের হাজার একশত) টাকা জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।