কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকঃ
কুড়িগ্রামে কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে উলিপুর পৌর ও উপজেলা জামায়াতের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) বিকেলে জামায়াত নেতা এ্যাডভোকেট কামাল কবির লিটনের নেতৃত্বে মিছিলটি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে উলিপুর বাজার হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে পৌর সভাপতি মাহফুজুর রহমান, জামায়াত নেতা খয়রুজ্জামান, মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪ জানুয়ারী শুক্রবার কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী।
এসময়/