গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা নতুন বাজারে মহাসড়কের দু’পাশজুড়ে বসেছে বিভিন্ন কাঁচামালের দোকানপাট। চলছে বেচাকেনার ধুম।কোন নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করছে না এই বাজারের ফুটপাতের দোকানীরা।
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এই মহাসড়কে সর্বদা ভাড়ি যানবাহন সহ বিভিন্ন প্রকারের যান বলাচল করে ধারাবাহিক ভাবে। রাস্তা পারাপারেও ঝুঁকি রয়েছে ব্যাপক।
যে-কোন সময়ে বড়ধরনের দূর্ঘটনার শিকার হতেপারে জনসাধারণ। স্থানীয় বাজার কমিটিও নীরব ভূমিকা পালন করছে বলে জানাযায়।
প্রশাসনেরও জোরালো কোনো পদহ্মেপ নেই এই ঝুকিপূর্ন বাজার টিকে নিয়ে।
সর্বশেষ স্থানীয় সাধারণ মানুষ ও শুশীল জনগনের একটাই দাবী প্রশাসনের মাধ্যমে বিষয়টি আমলে নিয়ে নিরাপদ স্থানে অথবা মহাসড়কটি সম্পূর্ণ ছেড়ে বাজারটি পরিচালিত হোক।
এসময়/