pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

খাগড়াছড়ির দীঘিনালায় ভারতীয় চিনিসহ আটক ২

খাগড়াছড়ির দীঘিনালায় ভারতীয় চিনিসহ আটক ২

এস চাঙমা সত্যজিৎঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সীমান্তরক্ষী বিজিবিকে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি চোরাচালানকারীদের আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার সাজেক-উদয়পুর সীমান্তরক্ষী বিজিবিকে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি পাচার করার সময় মাহিন্দ্র পরিবহনের চালক ও তার সহযোগীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

এ সময় ৫০ কেজি করে ০৪টি বস্তায় ২০০ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ ০২ (দুই) জন চোরাচালান কারবারীকে পুলিশ আটক করেছে। আটকের পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় দীঘিনালা থানায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া।

আটকৃতরা হলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কাজল বড়ুয়া (৫৮)। সে পেশায় একজন মাহিন্দ্র চালক ও অপরজন তার সহযোগী একই উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন(৪০)।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গেল মঙ্গলবার গভীর রাতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় চিনি প্রবেশকালে ৫০ কেজির ৪টি বস্তায় মোট ২০০ কেজি চিনিসহ ০২ জন চোরাচালান কারবারীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ/২৫-ঘ ধারার অপরাধ করায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেছে।’

এসময়/ 

admin
Author: admin

Related Articles