স্বরূপকাঠী, পিরোজপুর থেকে তুহিন আহসানঃ
ভিডিও লিংক >>> https://youtu.be/TOKTQwCqaAA?si=X2-WAg6B4qWUDhep
পিরোজপুরের স্বরূপকাঠীতে অটিস্টিক এন্ড ডিজেবল রেসিডেন্স ফাউন্ডেশন এর উদ্যোগে এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি, রবিবার হাফেজ আব্দুস সালাম মাদানীর স্বরূপকাঠীর ছারছিনা গ্রামের বাড়ীতে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং নেছারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদীর ছেলে আলহাজ্ব শামীম সাইদী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওনা আব্দুর রাজ্জাক।
উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের মধে পৌর জামায়াতর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম ছাড়াও স্বরূপকাঠী পৌর বিএনপি সদস্য সচিব কাজী কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময়/