pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার

বগুড়া থেকে এম এ শাহিনঃ 

বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি, রবিবার বিকেলে বগুড়া সদরের সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুইটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুইটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।

 

সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এসময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯ টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগীতায় ২৪ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকী ১৫ টি অস্ত্রের মধ্যে আরো দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হলো।

admin
Author: admin

Related Articles