গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়নের লুৎফর শেখের মেয়ে নুসরাত কে জোরপূর্বক ধর্ষণ করেন আপন চাচতো নানা, বর্নি গ্রামের আজিজুর মুন্সি।
সরজমিনে গিয়ে জানা যায়,ঘটনাটি ঘটেছে মেয়ের নানার বাড়ি বর্নিতে।
মেয়ের মা লাভলী বেগম বলেন, আমি আর আমার মেয়ে আমার বাবার বাড়ি বর্নি বেড়াতে আসি, আমার ছোট ভাইয়ের স্ত্রী অসুস্থ থাকায় আমি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই আমিও অনান্য সকলে। আমার মেয়েকে রেখে যাই নানা বাড়িতে। বাড়িতে আমার মেয়ে একা থাকে এবং সম্পূর্ণ বাড়িটি ফাঁকা থাকে সেই সুযোগে আমার মেয়েকে আমার চাচা আজিজুল মুন্সী, পিতা: রোকন উদ্দিন মুন্সী আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী মেয়ে তার বক্তব্যে বলেন, একটা পান দিতে বলে আমাকে নানা। পান দিতে আসলে তিনি আমাকে জোরপূর্বক ঘরে মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দেয় ও আমার সাথে খারাপ কাজ (ধর্ষণ) করে, আমি চিৎকার করি, তার পর আর আমি কিছুই বলতে পারছি।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মেয়েটির চিকিৎসার শুনে পাশের বাড়ির লোকজন আসে, এসময় ধর্ষক আজিজুর মুন্সি পালাতে চেষ্টা করে, কিন্তু এলাকার প্রতিবেশী মেয়েটিকে উদ্ধার করে ও ধর্ষক আজিজুর মুন্সিকে ধরে।
ঘটনাটির খবর পেয়ে মেয়েটির মা লাভলী বেগম তার চাচার (ধর্ষকের) মাথায় একটা বাঁশের লাঠিদিয়ে রাগ সামলাতে না পেরে আঘাত করে। ধর্ষক আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
ধর্ষিতা নুসরাত জাহানকেও চিকিৎসা প্রদান করা হয়, তবে সেটা গোপনীয়তার মাধ্যমে।
স্থানীয় গ্রাম পুলিশ সফিক বলেন এটা আমার বাড়ির পাশেই, ধর্ষক আজিজুর মুন্সি ফরিদ মুন্সির আপন ভাই, আর এই নাবালিকা মেয়েটি নুসরাত ফরিদ মুন্সির আপন নাতনী, ঘটনাটি একদমই সত্য বলে সাংবাদিকদের জানান তিনি।
তবে ফরিদ মুন্সির বাড়িতে গেলে তারা সাংবাদিকদেরকে কোন বক্তব্য দিতে রাজি নন বলে স্পষ্ট জানান এবং এটা তাদের পারিবারিক ব্যাপার বলে সাংবাদিকদের বাড়ি থেকে বেড়িয়ে যেতে বলেন।
এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার সামাদ মুন্সি বলেন, এই আজিজুর মুন্সি যে ঘৃণীত জঘন্য কাজ করেছে এটা আশেপাশের সকলেই জানে ঘটনাটি সম্পূর্ণ সত্য, তাই আমি চাই একে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।
সর্বশেষ জানাযায় মেয়ের মাকে বোঝানো হয়েছে যে, মেয়ের বাবা বিষয়টি যাতে না জানে এবং আপন চাচা এ ধর্ষক এটা সকলে জানলে মেয়েকে বিবাহ দেওয়া সম্ভব হবে না তাই কোন মামলা ও জানাজানির প্রয়োজন নেই।
এসময়/