pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ !

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখঃ

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাবুল এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে ভুক্তভোগী দৌলতুন নেছা ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন রানীশংকৈল থানায়। এছাড়াও তার ভাই মশিউর ও স্থানীয় বিজয় সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়।

অভিযুক্ত মনিরুজ্জামান বাবুল রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা। অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা ভুক্তভোগী দৌলতুন নেছার জমি দখল করার চেষ্টা করে আসতেছে।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দফায় দফায় বসা হলেও কোন সমাধান না পাননি ভুক্তভোগী দৌলতুন নেছা। পরবর্তীতে নিজের জমিতে বাউন্ডারি ওয়াল গড়ে তোলেন তিনি। এ সময় গত ২৭ জানুয়ারি রাতে ভুক্তভোগীর করা বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে দেয় ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। এসময় তাকে বাধা দিতে গেলে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। সেই সাথে মিথ্যা মামলা ও হত্যার হুমকিও দেন।

এদিকে ভুক্তভোগীর জানান, দীর্ঘদিন ধরেই এই বাবুল আমাকে হুমকি দিয়ে আসতেছে। আমার জমি দখল করে আমাকে হত্যা করে দিবে এমন হুমকি দিতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো দেখে তখনো তাকে কিছু বলা যায়নি।

এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারপরও তার ক্ষমতা যায় না। আমি আমার জমি বিক্রি করতে গেলে সে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেয়। আমার জমিটি বায়নামা করেছি সেই লোককেও সে মারপিট করছে। তার কথা তাকে ৩ লাখ টাকা না দিলে সে আমাকে আমার জমিতে থাকতে দিবে না। আমি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছি। আমি আইনে বিশ্বাসী যে তারা আমার পাশে থাকবে।

এদিকে অভিযোগের বিষয়ে ঐ সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles