pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

৪২,৩০০ জন নথিবিহীন রেস্তোরাঁ কর্মী নিউইয়র্কের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দাই অবৈধ

৪২,৩০০ জন নথিবিহীন রেস্তোরাঁ কর্মী নিউইয়র্কের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দাই অবৈধ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্ক স্টেটের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দাই অবৈধ অভিবাসী। এদের মধ্যে নথিবিহীন ৪২ হাজার ৩০০ জন রেস্তোরাঁর কর্মচারী এবং সাড়ে ৪৮ হাজার নির্মাণ শ্রমিক রয়েছে। গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদারপন্থী ফিসক্যাল পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে এম্পায়ার স্টেটে অভিবাসী শ্রমিকদের একটি আন্ডারগ্রাউন্ড (অপ্রদর্শিত) চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে ১.৮ মিলিয়ন বাসিন্দাই অ-নাগরিক। এদের মধ্যে গ্রীন কার্ডধারীরাও অন্তর্ভুক্ত থাকতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যে মোট ৪.৫ মিলিয়ন বিদেশী বংশোদ্ভূত বাসিন্দা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে দমন অভিযানের প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে প্রতিবেদনের এই তথ্য প্রকাশ করা হয়েছে।
উপাত্ত অনুযায়ী ৫১ হাজার ২০০ অবৈধ অভিবাসী পারসোনাল কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে। ২০ হাজার ৯০০ গৃহকর্মী, ১৬ হাজার ৮০০ গৃহ স্বাস্থ্য সহায়ক, ৭ হাজার বেবি সিটার এবং ৬ হাজার ৫০০ জন পারসোনাল হেল্থ অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করে।

এছাড়া ৪২ হাজার ৩০০ রেস্তোরাঁ কর্মীকে নথিবিহীন বলে মনে করা হয়। এদের মধ্যে ৭ হাজার শেফ, ১৭ হাজার বাবুর্চি, ৯ হাজার ১০০ জন খাবার প্রস্তুতকারী কর্মী এবং ৯ হাজার ২০০ জন ওয়েটার।

আরও ৪৮ হাজার ৫০০ জন নথিবিহীন নির্মাণশ্রমিক। এদের মধ্যে ২৯ হাজার ৫০০ শ্রমিক, ১২ হাজার ৮০০ কার্পেন্টার এবং ৬ হাজার ২০০ জন চিত্রশিল্পী। যুক্তরাষ্ট্রে সমস্ত কৃষি শ্রমিকদের অর্ধেকেরও বেশি বিদেশী বংশোদ্ভূত এবং তাদের বেশিরভাগই হয় নথিবিহীন কিংবা এখানে কাজ করার জন্য নিয়োগকর্তা-স্পন্সর করা ফেডারেল এইচ-টুএ প্রোগ্রামে নথিভুক্ত।

ইনস্টিটিউট আশঙ্কা করছে, ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন রাষ্ট্রের অর্থনীতিতে ‘বিধ্বংসী প্রভাব’ ফেলবে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এমনকি অ-নাগরিকরাও এখানে আইনগতভাবে ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ ট্রাম্প আইনী অভিবাসনের পাশাপাশি সীমান্ত সিল করার বিষয়ে বিধিনিষেধ দিয়েছেন। তবে নথিভুক্ত নয়- এমন অভিবাসীরাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

এসময়/ 

admin
Author: admin

Related Articles