চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদঃ
চাঁপাইনবাবগঞ্জের মনাকষা বিওপির একটি টহলদল ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০৫টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি বিশেষ টহল পরিচালনা করে। টহলের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তাকে ধাওয়া করে মোঃ জাহাঙ্গীর (৪৫), পিতা-মোঃ সোহরাব, গ্রাম-সাহাপাড়া, পোষ্ট-সাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবঞ্জকে আটক করে।
পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে অভিনব কায়দায় বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল খুজে পায়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ভারতীয় ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময়/