নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কদমতলী থানাধীন স্মৃতিধারা ৪নং রোডের মোবারক হোসেনের বাড়িতে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে হৃদয় হোসেনের ছেলে নুরুল ইসলাম (৮) নামের একজন শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারী) আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় স্মৃতিধারা এলাকার ভাড়া বাসায় এই ঘটনার ঘটে।
এলাকাবাসী জানায়, আমরা রাস্তায় হাঁটতে বের হয়ে হঠাৎ করে বিকট শব্দে আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে আশেপাশের লোকজন এসে দেখে বোমা বিস্ফোরণে শিশুটির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার ওসি (তদন্ত) বলেন, এখনো এমন কোন সংবাদ আমাদের কাছে আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারবো।