pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে: মোঃ সরওয়ার

আরিফুজ্জামান সাগরঃ 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বিপিএম-সেবা বলেছেন, নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি এঁর নির্দেশনায় আজ রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে রাজারবাগস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে তিনি এ কথা বলেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বিপিএম-সেবা ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে জ্যাম যতো নিয়ন্ত্রণে রাখা যাবে ঢাকা শহর ততো ভালো থাকবে।

তিনি আরো বলেন, পুলিশের ড্রেসরুলস মেনে যথাযথভাবে পোশাক পরিধান করতে হবে এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। ট্রাফিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও তিনি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত দিক ও ব্যারাকের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আজকের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এবং সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

এসময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়/ 

admin
Author: admin

Related Articles