pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

কুড়িগ্রাম উলিপুরে আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা (রানু) গ্রেফতার

কুড়িগ্রাম উলিপুরে আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা (রানু) গ্রেফতার

কুড়িগ্রাম রফিকুল ইসলাম রফিকঃ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর পৌর ১ নং ওয়ার্ডের মৌজা সভাপতি মোঃ নাজমুল হুদা (রানু) (৪০) কে বাকরের হাট বাজার থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।

গতকাল (সোমবার ১৬/০২/২০২৫) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ শপর্দ করেন ।

তিনি উলিপুর পৌর ১ নং ওয়ার্ডের মৌজা আওয়ামী লীগ সভাপতি ছিলেন মোঃ নাজমুল হুদা (রানু), নিজাই খামার গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে যার মামলা নং ০২(২)২৫ ।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়।

এ ঘটনায় গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles