pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নতুন রাজনৈতিক দল গঠনে জয়পুরহাট, জনমত জরিপে সপ্তাহব্যাপী বুথ কর্মসূচি

নতুন রাজনৈতিক দল গঠনে জয়পুরহাট, জনমত জরিপে সপ্তাহব্যাপী বুথ কর্মসূচি

জয়পুরহাট থেকে মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ 

ছাত্র-জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জয়পুরহাটে সপ্তাহ কর্মসূচি বিষয়ক জনমত জরিপের বুথ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে এই বুথ উদ্বোধন করা হয়।

এখানে একটি ফর্মের মাধ্যমে সকল শ্রেণিপেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এতে দেশ বদলানোর তিনটি মত, নতুন দলের কাছে প্রত্যাশা, দলের নাম ও মার্কাসহ বিভিন্ন মতামত দেওয়া হয়। পরে এসব ফর্ম কেন্দ্রে পাঠানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর ও ওমর আলী বাবুসহ অন্যান্যরা।

এসময়/ 

admin
Author: admin

Related Articles