pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নরসিংদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদী থেকে সাইফুল ইসলাম রুদ্রঃ 

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নীচ হতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নীচ হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

ওসি জানান, মঙ্গলবার বিকালে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নীচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮-১৯ বছর বয়সী নারীর মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। কে বা কারা কী কারণে কোথায় এ হত্যার ঘটনা ঘটিয়েছে মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles