হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
ইতালির ফ্লোরেন্সে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশি এনআরবি নেতা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্রনেতা আরিফুর রহমান আরিফকে স্বাগত ও অভিনন্দন জানানো হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে “বাংলাদেশ সমিতি ফ্লোরেন্স, ইতালি” (Associazione del Bangladesh Firenze, ITALY)।
এই সংবর্ধনা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না ।এটি ছিল আরিফুর রহমান আরিফের নেতৃত্ব, সমাজসেবামূলক অবদান এবং কমিউনিটির প্রতি তার দায়বদ্ধতার স্বীকৃতি। তার ছাত্র রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং কমিউনিটির উন্নয়নে ভূমিকা তাকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন সম্মানিত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
কেন এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল?
• নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান:
আরিফুর রহমান আরিফের নেতৃত্বগুণ ও কমিউনিটির উন্নয়নের প্রতি তার অবদানের স্বীকৃতি দিতে এই সংবর্ধনা আয়োজন করা হয়। তিনি ছাত্রজীবন থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন এবং তার কাজের প্রতি সম্মান জানানোই ছিল এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য।খবর বাপসনিউজ ।
• বাংলাদেশি কমিউনিটির ঐক্যের প্রতীক:
এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একসঙ্গে অংশগ্রহণ করেন ।যা প্রমাণ করে বাংলাদেশিদের উন্নয়নের জন্য বিভেদ নয় ।বরং ঐক্য প্রয়োজন।
• প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা:
এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয় ।যা ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথ তৈরি করবে।
• তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা:
আরিফুর রহমান আরিফ একজন প্রাক্তন ছাত্রনেতা হওয়ায়, এই সংবর্ধনা তরুণদের সমাজসেবার প্রতি আগ্রহী করে তোলার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
সংগঠকদের ভূমিকা ও অতিথিবৃন্দ
এই সংবর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ সমিতি ফ্লোরেন্স, ইতালি-এর নেতৃত্বে আয়োজিত হয়। এর মূল সংগঠকরা ছিলেন:
• সভাপতি: রাহমান মকসুদুর
• সিনিয়র সহ-সভাপতি: শামসুল আলম
• সাধারণ সম্পাদক: জহিরুল কাইউম
• সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা: নুরুল আলম
• উপদেষ্টা: জাহাঙ্গীর আলম ভূঁইয়া (বর্তমান ফ্লোরেন্স বিএনপির চেয়ারম্যান)
• সংগঠনিক সম্পাদক: শেখ সালিম
• মোস্তাফিজুর রহমান আলম, উপদেষ্টা বাংলাদেশ (সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, বিনাকোটি ইউনিয়ন)
• মোহাম্মদ জাকারিয়া যুগ্ন স,সমপাদক
অংশগ্রহণকারীদের তালিকা
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতা, উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যা এই অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।
বিশিষ্ট অতিথিরা ছিলেন:
• মোহাম্মদ আব্দুল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (EU & Italy) প্রতিনিধি এবং বাংলাদেশ সমিতি ফ্লোরেন্স ইতালির সহ-সভাপতি
ইটালির বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সদস্যরা
ফ্লোরেন্সের বিশিষ্ট এনআরবি বাংলাদেশিরা:
• রুহুল আমিন
• নাসির উদ্দিন
• সাইফুল্লাহ
• আলিম
• গোলাম মোস্তফা
• নূর আলম তুহিন
• মিজানুর রহমান
• সানি মিয়া
আরও অনেকে
সংবর্ধনার মূল বার্তা
এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ঐক্য, নেতৃত্ব এবং গঠনমূলক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে যে:
• ভালো নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া কমিউনিটির উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।
• রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও কমিউনিটির উন্নয়নের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
• প্রবাসী বাংলাদেশিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা।
এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি
এই সংবর্ধনা ফ্লোরেন্সের বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি প্রমাণ করেছে যে, রাজনৈতিক বিভেদ নয় বরং সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতাই আমাদের কমিউনিটিকে এগিয়ে নিতে পারে।
আরিফুর রহমান আরিফের সংবর্ধনা অনুষ্ঠানে পরিণত হয়েছিল একটি বৃহত্তর আন্দোলনে—একটি ঐক্যের বার্তা যা ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও উন্নয়নের পথ তৈরি করবে।
এসময়/