পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রামের বোয়ালখালী পৌরসভা ৫নঃ ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুফতি পাড়াস্থ হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ (রহঃ) এর ৩৩তম বার্ষিক মহান প্রধান পবিত্র ওরশ শরীফ উদযাপন উপলক্ষে মাজার শরীফের খাদেম সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারীর সভাপতিত্বে মাজার শরীফে খতমে কোরআন, আলোকসজ্জা, গাউসিয়া খতম, মিলাদ মাহফিল, সেমা জিকির, তবররুক বিতরণ, আল্লাহর রাসুল ও মহান অলির জীবনী শরিফ নিয়ে আলোচনা সভা ১৯ ফেব্রুয়ারি বুধবার মাজার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাজার শরীফের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চালনায় ওরশ শরীফের প্রধান অতিথি ছিলেন, আহসান উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী (মঃজিঃআঃ)।
প্রধান ওয়াজিন ছিলেন মাওলানা শাহজাদা সৈয়দ তাজুল ইসলাম নোমানী (মঃজিঃআঃ)।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল আবসার (মঃজিঃআঃ), মাওলানা শেখ জাহেদ (মঃজিঃআঃ), বোয়ালখালী থানার এসআই মোহাম্মদ জামাল, জলিল ভাণ্ডার দরবার শরীফের খোকা ভাণ্ডারী। এছাড়াও হাজী নুরুল আলম, ডাঃ এম এ রহিম চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, মোঃ শফিউল আলম, আবু সৈয়দ, আবদুসালাম, মোঃ জানে আলম, আবদুল খালেক, আবদুর সবুর, মোঃ শহিদুল্লাহ, মোঃ নুরুন্নবী, আবদুল গফুর, মোঃ রশিদুল্লাহ, মোঃ ইমরান, মোঃ বুরহান ও নুরে আহমদ মির হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।
এসময়/