কামরুল ইসলামঃ
৪২ তম তরিকত মাহফিল চুনতি আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ ঐতিহাসিক সীরতুন্নবী সঃ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে । উল্লেখ্য, এই মাহফিল আয়োজন অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি নোমান গ্ৰুপ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।
হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাবীব আহমদ রাহঃ একজন অতীব উচ্চ মাপের বিজ্ঞ আলেম এবং তরিকত মুজাদ্দেদীয়া চুনতি এর পীর হিসেবে গুরুদায়িত্ব পালন করেন যদিও তাঁর জীবদ্দশায় কখনোই তা প্রচার করতে পছন্দ করেননি।
মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া সহ সকল মতাদর্শের আউলিয়া কেরাম এর ঈসালে সাওয়াব এর উদ্দেশ্যে চুনতি তরিকত মাহফিল এর প্রবর্তন করেন মাওলানা হাবীব আহমদ রাহঃ।
উল্লেখ্য, চুনতি বাংলাদেশ এর একটি অনন্য গ্ৰাম যেখানে শরিয়ত, তরিকত ও মারেফত এর সুপ্রসিদ্ধ বিজ্ঞ আলেম উলামায়ে কেরাম এর উর্বর জ্ঞান চর্চা ও তাঁদের দিক নির্দেশনায় ইসলাম ধর্মের মৌলিক বিষয় তথা ” মধ্যম পন্থা ” অনুসরণ এবং অপরাপর মতাদর্শের প্রতি সম্মান প্রদর্শন করার ঐতিহ্য বিরাজমান।
শরীয়ত সম্মত জ্ঞান বিতরণে ১৮১০ সাল থেকে পর্যায়ক্রমে আলীয়া মাদ্রাসা হিসেবে বিশ্ব দরবারে যোগ্য আলেম তৈরি করছে ‘ চুনতি হাকিমিয়া কামিল (এম এ) মাদ্রাসা।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত ফরয ও নফল নামায এবং মোরাকাবা এর মাধ্যমে মহান আল্লাহর দরবারে একনিষ্ঠ প্রার্থনা – ব্যক্তিগত ও সামষ্টিক আত্মশুদ্ধির উপায় তরিকত এর দৈনন্দিন কার্যক্রম। চুনতি তরিকত এর সীলসিলা জারি গাজিয়ে বালাকোট হযরত মাওলানা ফজলুল হক রাহঃ , মাওলানা আব্দুল হাকিম রাহঃ, বড় মাওলানা, ছোট মাওলানা রাহঃ, বড় বড় মিয়াজী, ছোট মিয়াজী রাহঃ, মাওলানা নজির আহমদ রাহঃ, হাকিম মুনীর আহমদ রাহঃ, মাওলানা শফিক আহমদ রাহঃ, মাওলানা হাবীব আহমদ রাহঃ, মাওলানা ছাইফুদ্দিন ছিদ্দিকী রাহঃ, মাওলানা ওবাইদুর রহমান আবেদ রাহঃ সহ আরো অনেক খলীফা মূযায চুনতির মাটি খাঁটি ও নিখাদ ভালোবাসা।
মহান আল্লাহর ছোহবতে মারেফত এর অনস্বীকার্য নিদর্শন প্রতিষ্ঠা করেছেন অলিকূল শিরোমণি আশেকে রাসুল সাঃ মুজাদ্দেদ এ মাহফিলে সীরতুন্নবী সঃ হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রাহঃ প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতী।
এসময়/