ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের সরকারি গাড়িতে পিষ্ট হয়ে দুই বছরের শিশু মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের সরকারি গাড়িতে পিষ্ট হয়ে দুই বছরের শিশু মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের সরকারি গাড়িতে পিষ্ট হয়ে দুই বছরের শিশু মর্মান্তিক মৃত্যু
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই বছরের ফুটফুটে শিশু ফাইজার মারা যায়। নিহত শিশুটির মা হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করে বলেন,
“গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। নিহত শিশুর বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ নামের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার তেরদ্রন ডাকঘর পুটিয়া গ্রামে।

হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। সেখানে শোকাহত শিশুর বাবাকে জড়িয়ে ধরে সহকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। একজন বাবা হিসেবে আমি সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করব।”

নিহত শিশুর বাবা ফাইজুল হক গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। শিশু ফাইজার সকালে তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

হোমনা থানার ওসি বলেন,
“এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত

শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত