ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ! ঘুষ না দেওয়ায় ডিলারশিপ বাতিলের হুমকি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
নড়াইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ! ঘুষ না দেওয়ায় ডিলারশিপ বাতিলের হুমকি। ছবির ক্যাপশন: অভিযুক্ত নড়াইলের কৃষি কর্মকর্তা। [ফাইল ফটো]
ad728
নড়াইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ! ঘুষ না দেওয়ায় ডিলারশিপ বাতিলের হুমকি।
নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ডিলার জামিল আহমেদ। তিনি উপজেলার মহাজন বাজারে বিএডিসি অনুমোদিত সার ও বীজ ডিলার।

লিখিত অভিযোগে জামিল আহমেদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ করে আসছেন। মাল গুদামজাত করার ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু প্রতি চালানের সময়ই কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে হেনস্তা করেন এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেন।
 
অভিযোগে আরও বলা হয়, ইভা মল্লিক জামিলের ডিলারশিপ বাতিল করে মহাজন বাজার এলাকার সামিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ডিলারশিপ দেয়ার প্রস্তাব দেন। বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। সামিউল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি ৭০ হাজার টাকা নিয়ে গেলে ইভা মল্লিক তা ফিরিয়ে দিয়ে বলেন, ‘এক লাখ টাকা না হলে ডিলারশিপ দেয়া হবে না।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, ‘জামিল বিএডিসির ডিলার হলেও মৌসুমি ব্যবসায়ী। মৌসুমে মাল তুলে স্বাক্ষর করাতে আসেন। ফেব্রুয়ারিতে চালানে স্বাক্ষর নিয়েছেন, মার্চে মাল তোলেননি। এপ্রিল-মে মাসে মাল তুলে নড়াইলে বিক্রি করেছেন। আমি তাকে নিয়ম মেনে নিজের ঘরে মাল তুলে কৃষকদের সার দিতে বলেছিলাম। এজন্যই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।’
 
এ বিষয়ে জানতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘ফিল্ডে আছি, অফিসে ফিরে অভিযোগটি পড়ে পরবর্তী ব্যবস্থা নেব।
এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি