ঢাকা | বঙ্গাব্দ

রায়পাড়ার পঙ্গু শুকুর আলীর জেলা প্রশাসকের সু দৃষ্টি কামনা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
রায়পাড়ার পঙ্গু শুকুর আলীর জেলা প্রশাসকের সু দৃষ্টি কামনা। ছবির ক্যাপশন: রায়পাড়ার পঙ্গু শুকুর আলী।
ad728
রায়পাড়ার পঙ্গু শুকুর আলীর জেলা প্রশাসকের সু দৃষ্টি কামনা। 

মালিকুজ্জামান কাকাঃ 

পঙ্গু সুকুর আলী (৩০। রিক্সচালক। কিন্ত আয়ের একমাত্র রিক্সা আগেই নষ্ট হয়েছে। মা বৃদ্ধা মনোয়ারা বেগম, স্ত্রী, পুত্র কন্যা নিয়ে ৬ জনের পরিবার নিয়ে চরম বে কায়দায় পতিত হয়েছেন এই রিক্সাচালক। তার কেউ সহায়তা করে না। চরম অসহায় হলেও নূন্যতম টিসিবির কার্ড বরাদ্দ নেই তার নামে। 

যশোর শহরের ৬নং ওয়ার্ড রায় পাড়ায় শুকুরের জন্ম। তার জন্মদাতা পিতা আব্দুল মজিদ মিস্ত্রী, মা মনোয়ারা বেগম। 

গত ১০ বছর ধরে সে পঙ্গু অবস্থায় রিক্সা চালিয়ে আসলেও এখন সে বেকার। রিক্সা নেই বলে তার আয় বন্ধ। রিক্সা চালাতো বলে তাকে কেউ সহযোগিতা করেনি। আওয়ামীলীগ নেতা বা জন প্রতিনিধিরা তার দিকে তাকানো যেন ভাল মনে করেনি। 

একটি রিক্সার জন্য তার আকুতি। যদি কোন বিবেকবান সমাজ সেবক তার দিকে সহযোগী তার হাত বাড়িয়ে দিত তাহলে পরিবারটি দু বেলা খেয়ে এ যাত্রায় অন্তত টিকে যেত।

ক্ষুধার্ত শুকুর আলী বলেন বাড়ির লোক তার দিকে তাকিয়ে থাকে। কিন্ত তার তো দিন মজুরী করে আয় করার শারীরিক সামর্থ নেই। সে যে পঙ্গু। সে ক্রাচ ছাড়া হাঁটতে পারে না। তার পা নেই। হাটবে কি করে! কোন রকমে ইঞ্জিন রিক্সা চালাতে পারে। এত দিন রিক্সা চালিয়ে যা আয় হোত তা দিয়ে সংসার চালিয়ে আসছিলো। এখন পঙ্গু বেকার। । 

শুকুর আলী যশোরের জেলা প্রশাসকের সহযোগিতা পাওয়ার আশায় রয়েছেন। তার আশা যদি একবার ঐ মহানুভব সরকারি কর্তার কাছে যাওয়া যায়, তাহলে অবশ্যই সাহায্য মিলবে। কি ভাবে তা অবশ্য সে বলতে পারেনি। সেটা তার জানাও নেই।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু ধর্ষনের চেষ্টায় গ্রেফতার ১।

গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু ধর্ষনের চেষ্টায় গ্রেফতার ১।