ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখঃ
সকল ধর্মালম্বীগণের সাথে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ধর্মের মানুষেরা ২৮ ডিসেম্বর, শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।
সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান স্লোগানে সমাবেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সৈয়দ আলম, জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহাত চৌধুরী ও রাসেল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।
এসময়/