pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

প্রভাবশালীর নামে ভোলার চরফ্যাশনে আবাসনের ঘর বরাদ্দ

প্রভাবশালীর নামে ভোলার চরফ্যাশনে আবাসনের ঘর বরাদ্দ

স্টাফ রিপোর্টার।।

ভোলার চরফ্যাশন উপজেলার চর মাইনকা ইউনিয়নে চর আইচা রড বাজার আবাসন প্রকল্পের কাজ শেষ না হতেই বানিজ্য করলেন আওয়ামী লীগের নেতা কর্মী ও চেয়ারম্যান।

এলাকা বাসী বলে প্রকৃত ভুমিহীন এই আবাসনের ঘর না পেয়ে টাকার মাধ্যমে পেলেন প্রভাব শালীরা এবং তালিকা হলো সাবেক আওয়ামী লীগের নেতা কর্মীর নামে।

চর আইচা ভুমিহীন ও বেড়ীবাঁধের ঢালে যারা থাকেন তারা মিছিল দিয়ে বলেন আমরা ভুমিহীন আমরা অসহায় আমরা সরকারি ঘর পাইনি, পেয়েছে এলাকার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান।

তারা বলেন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল দপ্তরে অনুলিপি দিয়ে অভিযোগ দাখিল করবো আমরা ভুমিহীন আমরা অসহায় আমরা আমাদের ঘর চাই।

বৃদ্ধ এক মহিলা বলেন আমার স্বামী নেই আমার থাকার ব্যাবস্হাও নেই যদি একটি ঘর পাইতাম তাহলে একটু সরকারি ঘরে ঘুমিয়ে পর্দা শীল হয়ে মরতে পারতাম।

এলাকার সবাজ সেবক’রা বলেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ নির্বাহী অফিসারের নিকট আবেদন রহিল এই অসহায় ভুমিহীন লোকজন যেন ঘরগুলো পায়।

মাওলানা নেছারউদ্দিন বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার নেতা কর্মীর নামে নাকি, এই ঘরগুলো তালিকা করে চর মাইনকার সহকারী তহসিলদার মারুফের মাধ্যমে টাকার বিনিময় এই তালিকা দিয়েছে, আমি উপজেলা নির্বাহী অফিসার স্যার কে বলতে চাই সঠিক তালিকা করে সঠিক ভুমিহীন ও বেড়ীবাঁধের ঢালের লোকজন যাতে ঘরগুলো পায় সেই ব্যাবস্হা করার জন্য আপনার কাছে আমাদের অনুরোধ জানাচ্ছি।

সাবেক চেয়ারম্যান কে মুঠো ফোনে ফোন দিলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।চরমাইনকা ইউনিয়ন সহকারী তহসিলদার মারুফ বলেন এবিষয়ে আমি কোন কিছুই জানিনা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সঠিক নয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন মিথি বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখবো যদি অভিযোগ সঠিক হয় তাহলে আইনগত ব্যবস্থা নেব।

admin
Author: admin

Related Articles