ময়মনসিংহের গফরগাঁও থেকে আব্দুল হালিমঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টিসিবির পণ্য ছিনতাই করার ছবি ক্যামেরায় ধারন করতে গিয়ে গত ২০ ডিসেম্বর শুক্রবার সন্ত্রাসী হামলার স্বীকার সাংবাদিক হানিফ খানের উপর হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছেে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় গফরগাঁও সরকারি হাসপাতাল সংলগ্ন খান বাহাদুর ইসসমাইল রোডস্থ গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করে সাংবাদিক নেতারা।
উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে মানবাধিকার সংগঠন হিউমান এড, ইন্টারন্যাশনাল এর বিভাগীয় সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আইনাল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবুল, আনন্দ টেলিভিশন প্রতিনিধি সাব্বির, সাংবাদিক মাজহারুল হক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানসহ গফরগাঁওয়ে অবস্থানরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার নানা শেনীপেশার মানুষ ও সামাজিক ব্যক্তিবর্গসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
আহত সাংবাদিক হানিফ খান দৈনিক ভোরের চেতনার ময়মনসিংহ জেলা প্রতিনিধি এবং এশিয়ান টিভির ক্যামেরা পার্সন এবং গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সদস্য। সাংবাদিক হানিফ খানের উপর হামলা ঘটনায় পাঁচ ছয় জনকে চিহ্নিত আসামি করে গফরগাঁও উপজেলার পাগলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে স্বদিচ্ছা থাকলেও রাজনৈতিক কারণে এখন পর্যন্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে পারেনি পাগলা থানা পুলিশ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হানিফ খানের উপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। আমরা দত্ত্বের বাজার ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় সন্ত্রাসী জসিম মাস্টাররের মাধ্যমে সংঘটিত হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক কঠিন শাস্তি দাবী করছি।
মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আয়নাল ইসলাম তার বক্তব্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক হানিফ খানের উপর সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন ৪৮ ঘন্টা সময় বেধে দিয়ে কঠিন হুশিয়ারি দিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে
প্রতিবাদের কলম চলতেই থাকবে বলে আরো কঠুর কর্মসূচির ঘোষণা করা হবে।
এসময়/