pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম বৈঠক ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম বৈঠক ও আলোচনা সভা

এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টারঃ


খাগড়াছড়ি পার্বত্য জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের পর খাগড়াছড়ি প্রেসক্লাবের বৈষম্যহীন সমাজকে প্রথিতযশা সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যের নেতৃত্বে খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

এর পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়।

৪ জানুয়ারী ২০২৫ শনিবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে টানা দুপুর পর্যন্ত বৈঠকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশের জুলাই বিপ্লবের পর অন্তবর্তীকালীন প্রেসক্লাবের কমিটি তিন মাস দায়িত্ব পালন করে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নতুন কমিটির এই প্রথম সভা অনুষ্ঠিত হলো।

বৈঠকে সভাপতিত্ব করেন নতুন নির্বাচিত কমিটির সভাপতি প্রথিতযশা সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য।

বৈঠকের আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহসম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, শাহরিয়ার ইউনুস, ইউসুফ আলী, নিজামুদ্দিন লাভলু ও নাজিম উদ্দীন প্রমুখ।

সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের নুতন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর জাতির বিবেক সাংবাদিকরা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে গুরুত্ত্বারোপ করেন।

পাশাপাশি সাংবাদিকতার মান মর্যাদা রক্ষার উপরও সকলের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা।

এসময়/

admin
Author: admin

Related Articles