pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাৎসহ ৩০ মামলার আসামী গ্রেপ্তার

নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাৎসহ ৩০ মামলার আসামী গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধিঃ 

নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামী রড-সিমেন্ট ব্যবসায়ী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল হান্নান।

এর আগে রোববার রাতে গাজিপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

এসপি মো: আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন।

এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন।

তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশী এজেন্সির নিকট হতে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন।

এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মাণে রড-সিমেন্ট সরবরাহ করার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন।

সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, আরও মামলা প্রক্রিয়াধীন।

এরমধ্যে তার বিরদ্ধে শিবপুর মডেল থানায় ২০ টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সে মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল।

তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles