কুড়িগ্রাম প্রতিনিধি, রফিকুল ইসলাম রফিক:
কুড়িগ্রামের চিলমারিতে প্রতিপক্ষের অনুপস্থিতিতে জমি দখলের চেষ্টা করছে অপরপক্ষ।
চিলমারী উপজেলার ১ নং রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট পাটোয়ারী এলাকায় এ-ই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চিলমারী থানায় ভুক্তভোগী আয়নাল হক গত ১/১/২৫ ইং তারিখ বুধবার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার অনুসন্ধানে জানা যায় ভুক্তভোগী আয়নাল হকের সঙ্গে চাচাতো ভাই ইয়াছিন আলীর জায়গা জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছে, এবং কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে।
ঐ মামলাগুলো ব্যাহত করতে এবং আয়নাল হককে চাপে ফেলতে চাচাতো ভাই ইয়াছিন আলী জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা করছে বলে ভুক্তভোগী সূত্র জানায়।
ভুক্তভোগী আয়নাল হকের দখল ও জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগকৃত জায়গায় আয়নাল হকের একটি দ্বিতল টিনসেড আবাসিক হোটেল ও আন্তর্জাতিক মানবাধিকার (আসক ফাউন্ডেশন) অফিস রয়েছে, যা আয়নাল হকের ভোগদখলে রয়েছে।
আয়নাল হকের দলিলে উল্লিখিত জায়গার পরিমান পৌনে তিন শতক,যা আবাসিক হোটেল থেকে পার্শ্ববর্তী মিলের পর্যন্ত সীমানা এবং দলিলে উল্লেখিত চৌহদ্দি অনুযায়ী পূর্বে ইয়াছিন আলী, উত্তরে ইয়াছিন আলী, দক্ষিণে রাস্তা এবং পশ্চিম দিকে মোজাহার আলী এ-র বাড়ি অবস্থিত।
আয়নাল হকের জায়গায় ইয়াছিন আলীর বাঁশ ঝাড় ছিল, বাশ তুলে নিয়ে জায়গা খালি করতে আয়নাল হককে তাকে চাপ দিলে, ইয়াছিন আলী প্রায় ৪০ দিন আগে বাঁশ ঝাড় তুলে জায়গা খালি করেন।
কাজের প্রয়োজনে আয়নাল হক ঢাকা গেলে, এ-ই সুযোগে ইয়াছিন আলী ঐ জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে নিজ দখলে নেয়।
এ-ই বিষয়ে ইয়াছিন আলীকে জিজ্ঞেস করা হলে, সে বলে এ-ই জায়গা আমার, এখানে বাঁশ ঝাড় ছিল, আয়নালের ঘরের ক্ষতি হয়ে বলে বাঁশঝাড় তুলে নিয়েছি।
পাশে যেহেতু আমার বাড়ি, জায়গা ফাঁকা থাকলে লোকজন অনায়াসে আসে,তাই আমার জায়গা আমি ঘিরে নিয়েছি।
তালেব নামায় একজন বলেন, এখানে আয়নালের জায়গা আছে দেড় শতক, আয়নাল হকের ঘরটি তো ইয়াছিন আলীর জায়গায় পরেছে।
এলাকার অপর একটি সূত্র জানায় আয়নাল হকের এখানে তিন শতক জায়গা, এ-ই জায়গাটা রাস্তার পাশে এবং দামে বেশি হওয়ায় ইলিয়াস আলী জবরদখল করার চেষ্টা করছে।
এ বিষয়ে চিলমারী থানায় অভিযোগের ব্যাপারে চিলমারীর থানা সূত্র জানায়, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময়/