স্টাফ রিপোর্টার, এস চাঙমা সত্যজিৎঃ
খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের উদ্যোগে পানছড়ি উপজেলার স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পানছড়ি সাব জোন।
আজ সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোন কর্তৃক ১০০টি পাহাড়ী ও ৫০টি বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন পানছড়ি সাব জোন কমান্ডারের পক্ষে বিএ-৮৪৪১ পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ উর রহমান অয়ন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়কালে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ উর রহমান অয়ন বলেন, কনকনে এই শীতকে মোকাবেলা করতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার সমুহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সর্বদা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
খাগড়াছড়ি জোন যেকোনো পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে সর্বক্ষণ সহায়তায় পাশে ছিল এবং আগামীতেও সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন যাবত অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।
মনে রাখতে হবে, আমরা সকলেই খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
এ জেলার উত্তরোত্তর উন্নতি ও সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
এছাড়াও তিনি বলেন, ভবিষ্যতেও পাহাড়ী বাঙালি জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে।
সাম্প্রদায়িকতার বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময়/